নাটোরের গুরুদাসপুরে একটি কয়েল কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমান মালামাল ও যন্ত্রপাতি । গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানিয়েছেন, দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় প্রকৌশলী আব্দুল হামিদের ড্যানিয়েল এ্যাগ্রো কয়েল কারখানায় আকস্মিক ভাবে আগুন জ্বলতে দেখে কারখানা শ্রমিকরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। আগুনে কাঁচামাল ও তৈরি বিপুল পরিমাণ কয়েল সহ যন্ত্রপাতি পুড়ে যায়। হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি পারিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…