শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে শপথ কক্ষে তাকে শপথ পড়ান। নাটোর-৪ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা।
শপথ নিয়ে সিদ্দিকুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আওয়ামী লীগের মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসনে উপনির্বাচন হয়। তবে প্রার্থী কেবল একজন থাকায় সিদ্দিকুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
একাদশ সংসদের মেয়াদ আর কয়েক মাস থাকায় স্বল্প সময়ের জন্য এমপি হলেন সিদ্দিকুর। আগামী জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে ইসি।