নাটোর প্রতিবেদক : পুষ্টি চাহিদা পূরণে ফলের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশীয় ফলের পাশাপাশি বিদেশী জাতের উচ্চ মূল্যের ফল গুলো পুষ্টি চাহিদা পূরণে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। বৈদেশিক ফলগুলো আমদানি করার জন্য আমাদের দেশের প্রচুর অর্থ বাইরের দেশে চলে যায়। এ বিষয়টি প্রতিরোধের জন্য বাংলাদেশেও বিদেশী অনেক ফলের চাষাবাদ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় পিকেএসএফ এর রুরাল মাইক্রোএন্টাপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) উদ্দীপন সংস্থার মাধ্যমে কৃষকদের মাঝে উচ্চমূল্যের ফলের চারা বিতরণ করেছে।
বুধবার বেলা ১১ টায় নাটোর ও পুঠিয়া উপজেলায় অবস্থিত কার্যালয়ে উদ্যমী কৃষকদের মাধ্যমে উচ্চমূল্যের বিদেশি ফল উৎপাদন ও প্রসারের লক্ষ্যে মোট ২৫০ জন উপকারভোগীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে আম, রামবুটান, পার্সিমন, অ্যাভোকাডো ও মিশরীয় মাল্টার চারা বিতরণ করেছে বেসরকারী এই সংস্থাটি।
অনুষ্ঠানে উদ্দীপন প্রধান কার্যালয় থেকে আগত কৃষিবিদ মাহাবুব আলম (সিনিয়র সহকারী পরিচালক), মোঃ ফজলুল বারি (সহকারী পরিচালক, এইচআর), মাহাবুব-উল- আলম (সহকারী পরিচালক, প্রশাসন) সহ আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোস্তফা কামাল (প্রকল্প ব্যবস্থাপক, আরএমটিটি প্রকল্প), তারেক আহমদ (আঞ্চলিক ব্যবস্থাপক, নাটোর সদর) ও অন্যান্য কর্মকর্তাগণ।
পিকেএসএফ এর RMTP প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে, পিকেএসএফ এর মাধ্যমে সমগ্র দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় “উচ্চমূল্যের ফল -ফসলের জাতসম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্প” টি ১৪ টি জেলার ২৪টি উপজেলায় ৫১ হাজার উপকারভোগীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।