আজ ২৬ মে’২১ দুপুরে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-মুলাডুলি রোডের শেখপাড়ায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ নছিমনের যাত্রী ইনা মন্ডল (৪২) নামে এক গরুর ব্যবসায়ী নিহত হয়েছে। সে ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি আনন্দ বাজার গ্রামের মৃত খুদু মন্ডলের ছেলে। পাকশী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটার দিকে রাজাপুর থেকে দাশুড়িয়া দিকে আসার সময় এস বি বাসকে অভারটেক করতে গিয়ে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমন যাত্রী প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ হয় । সংবাদ পেয়ে পাকশী হাই ওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত ১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।