গত ৩ জুন রাত আনুমানিক আটটায় ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিম টেংরী কামিনি হাসপাতাল সংলগ্ন সড়কে ছিনতাই সংঘটিত হয়েছে। ছিনতাইকারীরা রিকশারোহী নাজমুন নাহার ও মেয়ে ফারহা দিবার রিক্সার গতিরোধ করে গলা থেকে একটি দামী স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। নাজমুন্নাহার ওই এলাকার এ কে এম গোলাম হাক্কানীর স্ত্রী এবং দিবা হাক্কানীর মেয়ে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা ঈশ্বরদী বাজারে কেনাকাটা সেরে রিকশাযোগে বাসায় ফেরার পথে উল্লেখিত স্থানে একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার গতিরোধ করে এবং দিবার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় তারা মা ও মেয়ে উভয় হতভম্ব হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনা সম্পর্কে তিনি অবহিত হয়েছেন তবে এ সংবাদ লেখা পর্যন্ত কেউ কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি।
আরো পড়ুন:
ঈশ্বরদীতেরিকশার গতিরোধ করে আরোহীর স্বর্ণের চেইন ছিনতাই!
ঈশ্বরদীরর সেই তরুণ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুরহস্য উন্মোচন!
ঈশ্বরদীতেে তরুণ কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু!
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত
ঈশ্বরদীতে সরক দূর্ঘটনায় এক পথচারীর অকাল মৃত্যু