ঈশ্বরদীতে মুরগী খামারী শিপন খন্দকার (২২) ও তাঁর বন্ধু রুবেল হোসেন (২০) কে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এদের মধ্যে শিপন খন্দকারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিপন খন্দকার মশুরিয়া পাড়া এলাকার মনোর হোসেন খন্দকারের ছেলে ও রুবেল হোসেন নারিচা ভাটা পাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
আহত শিপন খন্দকারের বড় ভাই লিখন খন্দকার জানান, ২১ মে (শুক্রবার) সকাল ১১টায় ঈশ্বরদী পৌর এলাকার নারিচা ভাটা পাড়ায় আমাদের মুরগীর খামারে শিপন ও রুবেল বসে ছিল। এসময় পূর্ব শক্রুতার জের ধরে দক্ষিণ নারিচা ভাটাপাড়া এলাকার মৃত উকিলের ছেলে জমিন (৫৫) ও জমিন উদ্দিনের ছেলে আব্দুল বক্কার হাতুড়ি ও লাঠি নিয়ে শিপন ও রুবেলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে শিপন ও রুবেল আহত হয়। গুরুতর আহত শিপনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।