পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নলডাঙ্গা পৌরসভার দরিদ্র ও দুস্থ পরিবারদের যারা ভিজিএফ কার্ডের আওতায় রয়েছেন এমন ৩০৮১ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার সকালে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংক্রান্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র মনিরুজ্জামান মনির। এসময় সংশ্লিষ্ট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০৮১টি কার্ডের বিপরীতে ৪৫০ টাকা করে মোট ১৩ লক্ষ ৮৬ হাজার ৪ শত পঞ্চাশ টাকা বিতরণ করা হচ্ছে পর্যায়ক্রমে।
নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির বলেন, আমার পৌর এলাকাতে প্রকৃত গরীব, অসহায় ও দুস্থ ব্যক্তিদের বাছাই করে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া অর্থ তাদের হাতে তুলে দিচ্ছি। এ দায়িত্ব পালনে আমি এবং আমার পৌর পরিষদ সম্পূর্ণ সর্তক যেন প্রকৃত প্রাপ্য যারা তারাই যেন পান।