নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র গাড়ির ধাক্কায় সোহেল আহমেদ জীবন (৩৪) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
সোমবার(৯মে) সকাল সাড়ে ১০ টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক সোহেল আহমেদ জীবন সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকার মৃত আঃ জলিলের ছেলে এবং
বন্দর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তিনি সিংড়া প্রেসক্লাবের সদস্য এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদের সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, সিংড়া থেকে মোটরসাইকেল যোগে সাংবাদিক সোহেল আহমেদ জীবন কর্মস্থল বন্দর স্কুল এন্ড কলেজে যাবার পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর (নাটোর-ঘ ১১-০০৩২) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান।
ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, আমরা নিহতের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সোমবার সকালে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের স্ত্রী তার কর্মস্থল সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে আসার জন্য সরকারি এই গাড়ি ব্যবহার করে আসার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী আফজাল হোসেন, মো. সুলায়মান ও মো. শরিফুল ইসলাম।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দেয়ার কথা অস্বীকার করে বলেন, নলডাঙ্গা পেট্রোল সংকটের কারণে সিংড়ায় পেট্রোল নিতে পাঠিয়ে ছিলাম।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।