নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুরুল সড়কে আবারও যাত্রীবাহী বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪জন গুরুতর আহত হয়েছে।
আজ ২৫ (মে) বুধবার বেলা সারে এগারোটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের (তরমুজ পেট্রোল পাম্প) কাছে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, বনপাড়া হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস (হানিফ)যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ব ১৫-৫৩০৪ ও বিপরীত দিক থেকে আসা ট্রাক যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট -১৫-৯৩২৪ গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। বনপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্যে আটকে থাকা ৪ জন গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান হয়েছে।
এ সময় মহাসড়কে ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
পরে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য, গত ৭ মে একই মহাসড়কের বনপাড়া পাটোয়ারী পেট্রোল পাম্প এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণহানি ঘটে।