প্রধানমন্ত্রীর উপহার, জমি সহ বাড়ি পাবে ২৬২২৯ টি পরিবার। প্রেস ব্রিফিংয়ে জানালেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: মারিয়াম খাতুন।
বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন জানান- আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার বড়াইগ্রামের ১৫টি পরিবারসহ সারা দেশের সর্বমোট ২৬২২৯টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ উপজেলায় আয়োজিত এই মহতী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেসব্রিফিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পি কে এম আব্দুল বারী, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, সুরুজ আলী, জাহিদ হাসান, নাহিদ হোসেন, মোসলেম উদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।