নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেণির এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণের মামলায় নাহিদ হাসান নাজমুল (২৬) নামে সিঙ্গাপুর ফেরত এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় রোববার (১৫ মে) ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনএ মামলা করেন।
সোমবার (১৬ মে) ভোরে বড়াইগ্রাম উপজেলার মহানন্দাগাছা টানপাড়া গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত নাহিদ হাসান নাজমুল বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর এলাকার আজাহার আলীর ছেলে।
মেয়েটির বাবা বলেন, “আমার শ্বশুরবাড়ি একই গ্রামে। আমার মেয়ে নানার বাড়ি থেকে ফেরার পথে নাজমুল ইসলাম রাস্তার পাশে আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমার স্ত্রী খুঁজতে বের হয়। পথে আখক্ষেতের ভেতর থেকে মেয়ের আর্তচিৎকার বুঝতে পেরে এগিয়ে গেলে নাজমুল ইসলাম পালিয়ে যায়।”
মেয়ের বাবা আরও অভিযোগ করে বলেন, “নাজমুল ইসলাম সিঙ্গাপুরপ্রবাসী। কিছুদিন হলো বাড়িতে আসছে। আসার পর থেকেই আমার মেয়েকে রাস্তাঘাটে দেখলেই ফোন নাম্বার চাইত, বিভিন্ন রকম কথা বলত।”
এদিকে অভিযুক্তের মা নাজমা বেগম বলেন, “কয়েক দিন পর আমার ছেলে সিঙ্গাপুর চলে যাবে। ছেলের বিদেশ যাওয়া ঠেকাতে মেয়েটির পরিবার পরিকল্পিতভাবে এই অভিযোগ করছে। আমার ছেলে শনিবার সকাল থেকে কাগজপত্র নিয়ে নাটোরে অবস্থান করছে।”
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ মামলা করেছেন। র্যাবের বিশেষ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে।