নাটোরের লালপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও মারধরের অভিযোগে ৫ যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে লালপুর মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রীর ফুফু ও সাবেক পৌর কাউন্সিলর শাহিদা খাতুন লিখিত বক্তব্যে বলেন, গত ৩ সেপ্টেম্বর বিকেলে ওই মেয়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট থেকে ফেরার পথে বিষ্ণুপুর গ্রামের সেকেনের ছেলে সজল (২৩), মতির ছেলে ইয়ামিন (২২),রনজিতের ছেলে শরিফুল (৩৬) ও জহির আলীর ছেলে তারেক আলী আমার ছোট ভাইয়ের মেয়েকে জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে নেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে।
পরে আবার ৫ সেপ্টেম্বর সকালে প্রাইভেট থেকে ফেরার পথে মধুবাড়ী মাজার এলাকায় পথরোধ করে ২০ হাজার টাকা দাবি করেন। এতে অভিযুক্তদের বিরুদ্ধে লালপুর থানায় ৫ সেপ্টেম্বর বিকেলে অভিযোগ করলে পুলিশ অভিযোগটি ফিরিয়ে দেয়। আমি আমার পরিবারে নিরাপত্তাসহ দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে কথা বলতে রাজি হন নি অভিযুক্তরা।
এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, বিষয়টি রেললাইন এলাকায় হওয়ায় অভিযোগটি না নিয়ে ঈশ্বরদী জিআরপি থানায় দিতে বলেছি।