বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নবনির্বাচিত মেয়র মাজেদুল বারী নয়ন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান, পৌর সচিব জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক রফিকুর বারী রফিক ও প্রচার সম্পাদক আব্দুল বারেক, পৌর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ও কবি ফরিদউদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান ও সাবেক ছাত্রলীগ নেতা রবিউল করিম বক্তব্য রাখেন। এর আগে পৌর পরিষদ ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে পৃথকভাবে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।