বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়।
বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিও ভুক্ত করতে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে এই স্মারকলিপি প্রদান করা হয়।
নাটোর জেলা শাখার সভাপতি জনাব মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ সবুজ সরকার এর স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগের সমন্বয়ক জনাব মোঃ হেলাল উদ্দিন, জেসমিন আক্তার, অসীম কুমার, আজিজুল হক, জীবন রহমান মানিক, মো: শাহজালাল , নিলুফা ইয়াসমিন সহ নাটোর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের দেয়া স্মারকলিপি আমি যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করব।’
Situs slot server luar negri terbaik bonus 100% diawal.
Sumber terpercaya untuk menemukan link slot Mahjong Wins 3 Scatter Hitam yang paling gacor hari ini
Pengalaman main yang seru
Game slot pilihannya bejibun