আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা এবং অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী একথা বলেন। তিনি এ সময় বলেন, ‘২০১৪ সালের অগ্নিসন্ত্রাসীরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা সেটা হতে দেবোনা।’
শুক্রবার(১৭ নভেম্বর) বিকেলে আহমেদপুর নাগরিক কমিটির আয়োজনে উপজেলার আহমেদপুর বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ির দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন শেখ হাসিনা।”
জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এসএম আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইসাহাক আলী, জোয়াড়ী ইউনিয়ন দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুক্তার হোসেন, জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সজীব আহমেদ সতেজ প্রমুখ।